রাঙ্গামাটির নানিয়ারচর ও কাউখালীতে একটি সশস্ত্র গ্রুপ ১৫ জনকে অস্ত্রের মুখে অপহরণ করে গভীর জঙ্গলে নিয়ে যায়।
রোববার (৮ জুলাই) সকালে ২০-২৫ জনের একটি সশস্ত্র গ্রুপ নানিয়ারচরের পুটিখালী এলাকার গ্রামের হানা দেয়।
এসময় দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাকা গুলিবর্ষণ করে ১৪ জনকে অস্ত্রের মুখে অপহরণ করে গভীর জঙ্গলে নিয়ে যায়।
অন্যদিকে রোববার দুপুরে রাঙ্গামাটির কাউখালী উপজেলা থেকে অস্ত্রের মুখে ইউপিডিএফের প্রশাসনিক বিভাগের পরিচালক বকুল চাকমাকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। ৮-১০ জনের একটি সশস্ত্র গ্রুপ তার বাড়িতে হানা দেয়।
এসময় অস্ত্রের মুখে তাকে অপহরণ করে নিয়ে যায়।
রাঙ্গামাটি পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর কবির বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের টহল দল অপহৃতদের উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
আজকের বাজার/একেএ