রাঙ্গামাটির কাউখালী উপজেলা সদরে মঙ্গলবার দিবাগত রাত ৩টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে গেছে। এছাড়া অগ্নিকাণ্ডে বাজার কাঠ ব্যবসায়ী সমিতির অফিসটিও পুড়ে ছাঁই হয়ে গেছে।
উপজেলা সদরের আজম মার্কেট থেকে এই আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন বাজারে ছড়িয়ে পড়ে বলে জানায় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা।
রাঙ্গামাটি থেকে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী পৌঁছার আগে স্থানীয়রা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
ব্যবসায়ীরা জানিয়েছে, প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের।
আজকের বাজার/এমএইচ