রাঙ্গামাটির কাপ্তাইয়ে মুক্তিযুদ্ধের গল্পবলা ও কুইজ প্রতিযোগিতা

জেলার কাপ্তাইয়েআজ শিক্ষার্থীদের নিয়ে  মুক্তিযুদ্ধের গল্পবলা, চলচ্চিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় উপজেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা১১ টায় উপজেলার চন্দ্রঘোনা কেপিএম হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে মুক্তিযুদ্ধের গল্পবলা, চলচ্চিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা শেষে আলোচনা সভা  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কাপ্তাই সহকারী তথ্য অফিসার মো: দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একেএম আনিসুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন   কেপিএম লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) আবদুল্লাহ আল মাহমুদ, কেপিএম লিমিটেডের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক আলী আহমদ,  কেপিএম স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আফরোজা আক্তার নূর, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন প্রমুখ।

সভায় এ সময়  শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শুনান বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সদস্য মো: হুমায়ূন কবির।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। (বাসস)