জেলার নানিয়ারচর উপজেলায় বিরল প্রজাতির চারটি উড়ন্ত কাঠ বিড়াল উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১১টায় নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায় ৭নং টিলার পাশে বনের ঝোঁপের কাঠাল গাছ থেকে স্থানীয় যুবক মো. সরোয়ার এই উড়ন্ত কাঠ বিড়ালগুলি ধরে উপজেলা নির্বাহী অফিসার শিউলী রহমান তিন্নী এবং থানার অফিসার ইনচার্জ সাব্বির রহমানের মাধ্যমে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
নানিয়ারচর বনবিভাগের কর্মকর্তা আব্দুল আজিজ বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উড়ন্ত কাঠ বিড়ালগুলোকে নিয়ে বুড়িঘাট ৭নং টিলা এলাকার গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। এসময় এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
বন বিভাগ কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, উদ্ধার হওয়া উড়ন্ত কাঠ বিড়ালগুলো পাহাড়ের বিরল প্রজাতির প্রাণী। পাহাড়ে এই প্রাণী এখন প্রায় বিলুপ্তির পথে। খাদ্যের খোঁজে বিভিন্ন সময় এসব বন্য প্রাণীরা অনেক সময় লোকালয়ে ঢুকে পড়ায় মানুষের হাতে ধরা পড়ছে। এসব বনের প্রাণী দেখলে তাদের ক্ষতি না করে বনবিভাগকে জানানোর অনুরোধ জানান তিনি। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান