জেলার দুর্গম এলাকা বন্দুকভাঙ্গা ইউনিয়নের কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় বন্দুকভাঙ্গা ইউনিয়ন কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, বৃষকেতু চাকমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরীসহ আরও অনেকে।
এ সময় দীপংকর তালুকদার এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের মতো পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় যেভাবে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে তাতে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকা গুলো আগামীতে আর দুর্গম থাকবেনা। পাহাড়ের দুূর্গম এলাকায় সরকারের চলমান উন্নয়ন কাজে সহযোগিতা করতে তিনি সকলের প্রতি আহবান জানান। উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক ১ কোটি ২৩ লক্ষ টাকা ব্যয়ে এ ভবনের নির্মাণ কাজ শেষ করা হয়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান