জেলার বরকলে কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় বরকল উপজেলার সদর কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের সহ-সভাপতি মঙ্গল জ্যোতি মহাথের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বরকল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি জয়সেন তঞ্চঙ্গ্যা, ইউনিয়ন পরিষের সাবেক চেয়ারম্যান প্রভাত চাকমা, বরকল সদর কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি নন্দ কুমার চাকমাসহ আরও অনেকে।
ধর্মীয় পুন্যানুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, পিন্ডদান ও নানাবিধ দান অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বরকলে কেন্দ্রীয় বৌদ্ধ বিহার নির্মাণ করা হয়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান