রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২২ কোটি টাকার ৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

জেলার বাঘাইছড়ি উপজেলায় ২২ কোটি টাকার ৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সম্মুখে উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

উন্নয়ন কাজের উদ্বোধন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, বাঘাইছড়ি পৌর মেয়র মো. জমির হোসেন, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান প্রমুখ।

দীপংকর তালুকদার এমপি বলেন- পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার খুবই আন্তরিক বলে পার্বত্য চট্টগ্রাম প্রতিটি ক্ষেত্রেই অনেক এগিয়ে গেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।

উন্নয়ন প্রকল্প গুলো হচ্ছে- ৭ কোটি টাকা ব্যয়ে উপজেলা হতে উগলছড়ি ভায়া বটতলী বাজার রোড, ৫০ লাখ টাকা ব্যায়ে বাঘাইছড়ি উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ, ২ কোটি ৫০ লাখ টাকা ব্যায়ে মাহিল্যা বাজার শেড নির্মাণ, ৫০ লাখ টাকা ব্যায়ে মাচালং মিলনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ, ১১ কোটি টাকা ব্যায়ে মারিশ্যা বাজার জিসি-দুরছড়ি বাজার রাস্তা উন্নয়ন, ৫০ লাখ টাকা ব্যায়ে পতেঙ্গাছড়া ভুপেন্দ্রলাল কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ। (বাসস)