রাঙ্গামাটির বালুখালীতে স্কুলের একডেমিক ভবনের উদ্বোধন

জেলার সদর উপজেলাধীন বালুখালী ইউনিয়নের বসন্ত নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

বালুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, ঝর্ণা খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীপক খীসা, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পরিদর্শক ও রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান অতিথি রণতোষ মল্লিক, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা প্রমুখ।

রাঙ্গামাটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে স্কুলের নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বালুখালী ইউনিয়নের এগোইজ্যা পাড়ায় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। (বাসস)