জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে আজ ভোর রাতে অগ্নিকান্ডে ৪টি রিসোর্ট, ২টি রেস্টুরেন্ট ও ১টি বসত ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
সাজেক রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান, বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টার সময় অবকাশ রিসোর্ট থেকে প্রথমে আগুনের সূত্র পাত হয়ে মুহূর্তেই তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে অগ্নিকান্ডে সাজেক অবকাশ রিসোর্ট, সাজেক ইকো ভ্যালী রিসোর্ট, মেঘ ছুট রিসোর্ট , মনটানা রিসোর্ট, মারুতি রেষ্টুরেন্ট, জাকারিয়া লুসাইয়ের বাসাসহ নির্মাণাধীন একটি রিসোর্ট সম্পূর্ণ পুড়ে যায়। এত ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোররাতে অগ্নিকান্ডের খবর পেয়ে দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি টিমসহ সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে ।