রাঙ্গামাটি বাঘাইছড়ির সাজেক সড়কে বুধবার সকালে ট্রাক্টর উল্টে এক চালক নিহত হয়েছেন। এ সময় তার দুই সহযোগীও আহত হন। স্থানীয়রা জানায়, নিহত চালক রিপন চাকমা(৩৩)উপজেলার বঙ্গলতলী এলাকার বিরুবাহু চাকমার ছেলে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ইসরাফিল মজুমদার বলেন, সকালে ট্রাক্টরটি সাজেক থেকে মালবোঝাই করে বাঘাইছড়ি ফেরার সময় মাঝপথে গাড়িটি উল্টে গিয়ে চালক ও তার দুই সহযোগী মারাত্মক আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় চালক রিপন চাকমা মারা যায়। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান