১৬ই ফেব্রুয়ারি ২০২২ রাঙ্গামাটির বিজন সরণীতে ইয়ামাহার নতুন ৩এস ডিলার “রাঙ্গামাটি মোটরস্” এর শুভ উদ্বোধন করা হয়। এখন থেকে রাঙ্গামাটির গ্রাহকরা এই শো-রুম থেকে বিক্রয় ও বিক্রয় পরবর্তী সেবার পাশাপাশি খুচরা যন্ত্রাংশ সেবা নিতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরস্ এর নির্বাহী পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস, রাঙ্গামাটি মোটরস্ এর স্বত্বাধিকারী এবং এসিআই মটরস্ এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এসিআই মটরস্ বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য কোম্পানি এসিআই লিমিটডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস্ যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ৮৮টিরও বেশি ৩এস ডিলার পয়েন্ট রয়েছে।