রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৩ মার্চ

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের (রাবিপ্রবি) স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুক্রবার ২৩ মার্চ অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ও বিবিএ অনুষদভুক্ত  ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি হবে।

ভর্তি পরীক্ষা রাঙ্গামাটি শহরের তবলছড়ি এলাকায় মোট দুটি কে্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্র দুটি হলো রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়।

এ বছর ‘এ’ ইউনিটে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৮০৮ জন এবং ‘বি’ ইউনিটে ম্যানেজমেন্ট বিভাগে ৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩২২ জন।

ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে। পরীক্ষার হলে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, হেড ফোন) আনা যাবে না।

ভর্তি পরীক্ষার বিস্তারিত আসন বিন্যাস (সিট প্ল্যান) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (rmstu.edu.bd) থেকে জানা যাবে।

আরএম/