চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছামতী গ্রামের নিজবাড়ি থেকে যুবলীগ নেতা আবুল হাশেম তালুকদার প্রকাশ বাচার অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ মে) সকাল ছয়টায় স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া বলেন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ি থেকে আবুল হাশেম প্রকাশ বাচার অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বাড়িতে একা ছিলেন। তার সন্তান ও স্ত্রী বেড়াতে গিয়েছিলেন।
তিনি বলেন, বৈদ্যুতিক গোলযোগ, গ্যাস সিলিন্ডারসহ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। ওই বাড়িতে গ্যাস সিলিন্ডারের চুলায় রান্না করা হতো বলে জানান ওসি।
আজকের বাজার/ এমএইচ