রাজকোটে ম্যাচ না-হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এখন। সাইক্লোন মহার তাণ্ডবে ভেসে যেতে পারে দ্বিতীয় টি-২০। এমনটাই আশঙ্কা করা হচ্ছে। গতকাল রাতেও রাজকোটে তুমুল বৃষ্টি হচ্ছে।
আর কয়েক ঘণ্টা পর রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্য়াসোসিয়েশন স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ । রাজকোটে ম্যাচ না-হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এখন। সাইক্লোন মহার তাণ্ডবে ভেস্তে যেতে পারে দ্বিতীয় টি-২০। এমনটাই আশঙ্কা করা হচ্ছে।
গতকাল রাতেও রাজকোটে তুমুল বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দিকেও হতে পারে ভারি থেকে অতি ভারি বৃষ্টি।আবহাওয়া দফতর সূত্রে খবর ‘সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’ (এসসিএস) মহা এই মুহূর্তে আরগ সাগরের উপর রয়েছে। গুজরাটের উপকৃলবর্তী এলাকা ও দিউতে বৃহস্পতিবার দুপুরে ঘূর্ণি ঝড় দাপট দেখাতে পারে।
মেঘাচ্ছন আকাশ থাকবে। দিনভোরই ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে সমগ্র রাজ্যজুড়ে। রাজকোটও তার ব্যাতিক্রম না। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ম্যাচ চলাকালীন আবহাওয়ার উন্নতি হলেও বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আজকের বাজার/আরিফ