রাজধানীতে অপরাধ করে পার পাওয়ার কোন সুযোগ নেই বলে হুশিঁয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
শনিবার (৩০ জুন) রাজধানীর মিরপুরের মনিপুর স্কুল ও কলেজে মাদকবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, আমরা ডিএমপির পক্ষ থেকে নগরীর ৮০ লাখ মানুষের তথ্য সংগ্রহ করেছি। এসব ডাটা আমাদের সামনে রয়েছে। প্রয়োজন হলে একটি ক্লিক করলেই সব তথ্য আমাদের সামনে চলে আসে। কেউ অপরাধ করে এখন আর সহজে পার পাবে না।
তিনি আরও বলেন, পুলিশ যদি মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেয়, কিংবা ছেড়ে দেয় অথবা মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ রাখে তাহলে কিন্তু মাদক নির্মূল করা সম্ভব হবে না। কাজেই আগে সতর্ক ও সাবধান হতে হবে আমাদের। আমরা যারা আইনশৃঙ্খলা রক্ষার কাজ যুক্ত তাদেরকেই বেশি দায়িত্বশীল হতে হবে। এ ব্যাপারে আমাদের (ডিএমপি) অবস্থান হচ্ছে জিরো টলারেন্স।
আরজেড/