রাজধানীর মাতুয়াইল এলাকায়অ অসাবনতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। আলমগীরের বাড়ি ভোলা জেলায়। তিনি রাজধানীর শনির আখড়া মৃধা বাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
সহকর্মী মেহেদী হাসান জীবন জানান, রাজমিস্ত্রি আলমগীর মাতুয়াইল এলাকায় একটি বাড়ির তৃতীয় তলায় প্লাস্টারের কাজ করছিলেন। অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তিনি আলমগীরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেন। কিন্তু দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান