রাজধানীতে আগুনে একই পরিবারের ৫জন দগ্ধ

ছবি : ইন্টারনেট

রাজধানীর মুগদা থানার মানিকনগর এলাকায় আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে। দগ্ধ ব্যক্তিদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য আনা হয়েছে। আহতরা হলেন- পরিবারের কর্তা মাছ ব্যবসায়ী ছিফর আলী (৫০), মেয়ে তানজিনা (২০), ছেলে আলামিন (১৯), ছোট ছেলে মুরাদ (১২) ও নাতি রনি (১৯)।

বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

ছিফর আলীর এক নিকটাত্মীয় জানান, মানিক নগর কুমিল্লা পট্টির আতিকুল্লাহ্ বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন তারা। ওই বাসায় গ্যাসের লাইনে লিকেজ ছিল এবং বৈদুতিক কোনো শর্টসার্কিটের কারণে আগুন লেগে যায় বলে ধারণা করা হচ্ছে।

দগ্ধদের সবার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলার বালুয়াকান্দী গ্রামে।

আজকের বাজার : আরএম/১৫ ফেব্রুয়ারি ২০১৮