রাজধানীর দারুসসালাম এলাকা থেকে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম শাহানা আলম খান বিউটি (৪৫)। নিহত বিউটির স্বামী মো. কামাল হোসেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই)। তিনি মাগুরা সদর উপজেলায় কর্মরত আছেন।
শনিবার দিবাগত রাতে দারুসসালামের লালকুঠি এলাকার তৃতীয় কলোনির ২৫২/১ নম্বর টিনশেড বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিউটি লালকুঠি এলাকার ওই বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।
দারুসসালাম থানার ডিউটি অফিসার আনয়ারুল হুদা জানান, শনিবার রাতে হাত-পা বাঁধা অবস্থায় বিউটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কেন ও কি কারণে তাকে হত্যা করা হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজকের বাজার/একেএ/