রাজধানীর বিভিন্ন সড়কে ভ্রাম্যমাণ আদালত এবং ট্রাফিক সার্জেন্টদের মাধ্যমে অভিযান পরিচালনা করে যানবাহন ও চালকদের প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং রাস্তায় ট্রাফিক আইন অমান্যকরাসহ বিভিন্ন অভিযোগে ৩ হাজার ৮১৭ মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক বিভাগ।
শুক্রবার ৫ মে সারাদিনে এসব মামলা দায়ের ও জরিমানা আদায় করা হয়েছে।
এসব মামলায় মোট ৮ লাখ ৩০ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে এবং ১ টি গাড়ি ডাম্পিং ও ৩৪৫ টি গাড়ি রেকারও করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়েছে, হাইড্রোলিক হর্ন, হুটার বেকন লাইট, উল্টোপথে চলাচল, কালো গ্লাস ব্যবহার এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে অভিযুক্তদের বিরুদ্ধে এসব আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আজকের বাজার: আরআর/ ০৬ মে ২০১৭