রাজধানীর কামরাঙ্গীরচরে এক ট্রাকচালক নিহত হয়েছেন্। গাছের কাটা অংশের নিচে চাপা পড়ে তিনি মারা গেছেন।
নিহতের নাম শাজাহান (৫৫)। তিনি শেরপুরের কুড়িচরের আফসার আলীর ছেলে।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে কামরাঙ্গীরচরে তিনি গাছের কাটা অংশের নিচে চাপা পড়েন। আজ বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উদ্ধারকারী বদিউজ্জামান জানান, গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে কামরাঙ্গীরচরে একটি ট্রাকে করে গাছের বড় বড় অংশ এনেছিলেন শাজাহান। ট্রাক থামানো পর ট্রাকের পেছনের ডালা খোলেন। এ সময় গাছের বড় একটি অংশ গড়িয়ে পড়ে তাঁর ওপর। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
একেএ/