রাজধানীতে আবারো বিআরটিসির বাসচাপায় রোজিনা (২১) নামের এক তরুণী পা হারিয়েছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি ফুটওভার ব্রিজের কাছে বিআরটিসি বাসের নিচে পড়ে তার ডান পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
আহত রোজিনাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। এঘটনায় জড়িত বাসচালক শফিকুলকে গ্রেপ্তার ও বাসটি আটক করেছে পুলিশ।
জানা গেছে, রোজিনার বাড়ি ময়মনসিংহের ঘোষগাঁও গ্রামে। তার বাবার নাম রসুল মিয়া। রোজিনা গুলশান ১ নম্বরে নিকেতন আবাসিক এলাকায় ১২ নম্বর রোডে সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় কাজ করতেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরমান আলী বলেন, ওই তরুণী ফুটপাত থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মহাখালী থেকে কাকলীমুখী বিআরটিসির একটি দ্বিতল বাস তাকে ধাক্কা দেয়। পুলিশ সদস্যরা উদ্ধার করে ওই নারীকে হাসপাতালে নিয়ে যায়। বিআরটিসির ওই বাস ও তার চালক শফিকুলকে আটক করা হয়েছে।
এস/