রাজধানীর আফতাবনগরে বৃহস্পতিবার সকালে এয়ার কন্ডিশনারের(এসি)কম্প্রেসার বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত স্বপ্নীল আহমেদ পিয়াস(২৬)ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের(ক্র্যাব)সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নুর ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ভোর ৬টার দিকে বাড্ডার আফতাবনগরের একটি ১০ তলা ভবনের ওপরের তলায় এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পিয়াস মারাত্মকভাবে আহত হন। পরে ঢামেক হাসপাতালে নেয়া হলে সকাল সোয়া ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান