রাজধানীতে কুকুর হত্যাকারীকে ছয় মাসের কারাদণ্ড

দু’টি মা কুকুর পিটিয়ে আহত এবং ১৪টি কুকুরের বাচ্চাকে হত্যা করায় এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেনআদালত। ওই ব্যক্তির নাম ছিদ্দিকুর রহমান। একই সঙ্গে ২০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রাজধানীর রামপুরা বাগিচারটেক এলাকায় কুকুরগুলোর ওপর হামলা করেছিল ছিদ্দিকুর।

বৃহস্পতিবার (১০ মে) ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব এ রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী মিনু রানী রায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ছিদ্দিকুর রহমান রামপুরার বাগিচারটেক কল্যাণ সমিতির নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। তার বাড়ি ভোলা জেলার চরফ্যাশনের ওসমানগঞ্জের।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৭ সালের ২৫ অক্টোবর ছিদ্দিকুর রহমান বাগিচারটেকের খালি প্লটে থাকা দুইটি মা কুকুরকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন। এছাড়া ১৪টি বাচ্চাকে বস্তায় ভরে সবগুলোকে মাটিচাপা দেন।

ওই বছরে ১ নভেম্বর পিপল ফর অ্যানিমেল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান রাকিবুল হক এমিল বাদী হয়ে রামপুরা থানায় ১৯২০ সালের প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আইনের ৭ ধারায় মামলা করেন। ওই বছরে ৩০ নভেম্বর রামপুরা থানার এসআই নাছির উদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাসেল/