ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে শনিবার একটি টিন-শ্যাড ঘরে আগুন লেগে দুই ভাই নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন তাদের বাবা।
নিহতরা হলেন- ইকবাল হোসেনের ছেলে পলাশ (১২) ও তুষার (৭)।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, গভীর রাত পৌনে ৩টায় মশার কয়েল থেকে ওই ঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে এসে ভোর পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরে পোড়া ঘর থেকে দুই ভাইয়ের দগ্ধ লাশ উদ্ধার করা হয়। তাদের বাবা ইকবাল হোসেনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ