রাজধানীতে মো. মুছা ওরফে চিকনা জামাল (৪০) নামের এক ঠিকাদার গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
শনিবার সকাল ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে গত মঙ্গলবার বেলা ১২টার দিকে ভাষানটেক শ্যামলপল্লী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন মুছা। তিনি ওই এলাকার আ. খালেকের ছেলে।
ভাষাটেক থানার অফিসার ইনচার্জ (ওসি) মুন্সী সাব্বির আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে
জানান, মুছা এলাকায় চিকনা জামাল নামে পরিচিত। মাটির ঠিকাদারি করে কিনা আমার জানা নেই। সেও একজন সন্ত্রাসী। ভাষানটেক থানায় তার নামে চাঁদাবাজি মামলাসহ ১০/১২টি মামলা রয়েছে। কিভাবে সে গুলিবিদ্ধ হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনো কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।
মুছার স্ত্রী রুনা আক্তার জানায়, দীর্ঘদিন আগে ঐ এলাকার সন্ত্রাসী রনি, ভুষি বাবু, ইস্টার্ন সোহেল, কাশেমসহ আরও অনেকের সাথে চলাফেরা করত এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল।
রুনা আরও জানায়, এখন আর মুছা তাদের সাথে চলাফেরা করে না। মাটি ভরাটের ঠিকাদারি করে।
তিনি অভিযোগ করে বলেন, ৮/১০ দিন আগে মুছার কাছে ৫০ হাজার চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় তাকে গুলি করেছে। এতে তার পেটে পিঠে হাতে গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় প্রথমে শ্যামলীর একটি কিনিকে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় ঢামেক হাসপাতালে নিয়ে আসে। সেখানেই তার মৃত্যু হয়।
আজকের বাজার প্রতিবেদক