রাজধানীর গুলশানের একটি ভবন থেকে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভবনটির মালিকপক্ষের দাবি, বকা দেয়ার কারণে তিনি ভবন থেকে লাফিয়ে পড়ে ‘আত্মহত্যা’ করেছেন।
নিহত ওই গৃহকর্মীর নাম রিতা (১৬)। নিহত রিতার গ্রামের বাড়ি নারায়াণগঞ্জের সোনারগাঁওয়ে। গুলশানের ওই বাসার মালিকের নাম মাহবুবুল। রিতা ছোট বেলা থেকেই ওই বাসায় গৃহকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন।
মঙ্গলবার (১৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে গুলশানের ১২২ নম্বর রোডের ২৮ নম্বর বাসার ২য় তলার বাহিরের অংশ থেকে গৃহকর্মীর মরদেহটি উদ্ধার করে গুলশান থানা পুলিশ।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল জানান, গৃহকর্মীর মৃত্যুটা হত্যা না আত্মহত্যা সে বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা চলছে। তবে বাসার মালিকের পক্ষ থেকে বলা হচ্ছে, বকাঝকা করায় সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজকের বাজার/একেএ