রাজধানীর গেন্ডারিয়া ঢালকানগর এলাকায় একটি টিনশড বাসায় গ্যাস পাইপ লাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছে। ৫ জুলাই মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢালকানগর ৫৭/ডি নম্বর টিনশড বাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রতিবেশীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। দগ্ধরা হলেন- আলেয়া বেগম (৬৫), মেয়ে শাহীদা বেগম (৩০), জামাতা শরিফুল ইসলাম (৩৮), নাতনী শরিফা (১৩), নাতী শুভ (৮), আরেক মেয়ে শাহনাজ (৩৫), জামাতা আলী আকবর (৪৫)।
দগ্ধ কয়েক জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসকরা।
এক প্রতিবেশী জানান, ভোরে ওই টিনশড বাসায় সবাই ঘুমিয়ে ছিলো। দুই রুমের ওই বাসার মধ্য দিয়ে গ্যাসের পাইপ লাগানো ছিল। গ্যাস লাইন লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণে তারা সবাই দগ্ধ হয়েছে বলে আমি জানতে পেরেছি। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, বিস্ফোরণে আলেয়ার শরীরের ৩৩ শতাংশ, শাহীদার ২৫, শরিফুলের ৪৫, শরিফার ২, শুভর ৮, শাহনাজের ৩৫ ও আলী আকবরের শরীরে ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তারা সবাই চিকিৎসাধীন আছে।
আজকের বাজার: এলকে/এলকে ৫ জুলাই ২০১৭