রাজধানীর কোতোয়ালী থানা এলাকা থেকে নব্য জেএমবি’র (জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ) এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন (সিটিটিসি) বিভাগ। গ্রেফতারকৃতের নাম-মো. সালেক ওরফে আবু সালেক (১৯)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপির) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। সিটিটিসি’র সিনিয়র সহকারি পুলিশ কমিশনার শেখ ইমরান হোসেনের উদ্ধৃতি দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যা ৭ দিকে রাজধানীর কোতয়ালী থানার বাবু বাজার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সালেক সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য অনলাইন নেটওয়ার্কিং অ্যাপ ব্যবহারের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করতেন।
তিনি সংগঠনের কার্যক্রমকে জোরদার করার লক্ষ্যে সদস্য সংগ্রহ ও নাশকতা মূলক কর্মকান্ডের পরিকল্পনা করে আসছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান