নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল ওরফে আল্লাহর সরকার’ এর ভারপ্রাপ্ত আমিরসহ চার সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাদের আটক করে র্যাব-৩ এর একটি দল। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব সদর দফতরের সিনিয়র এএসপি মিজানুর রহমান।
রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আজ এক সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান এএসপি।
আজকের বাজার/এমএইচ