রাজধানীর পুরান ঢাকায় কোচিংয়ে যাওয়ার পথে এক ছাত্রীকে যৌন হয়রানি করায় এক যুবককে গণধোলাই দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
সোমবার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পুরান ঢাকার চকবাজারের ধনিরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
ছাত্রীকে যৌন হয়রানিকারী ওই যুবকের নাম আকাশ (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চম শ্রেণির ওই ছাত্রী চকবাজার এলাকার একটি কোচিং সেন্টারে যাচ্ছিল। পথিমধ্যে আকাশ নামে ওই যুবক তাকে নানা অশালীন কথাবার্তা বলতে থাকে। ছাত্রীটি এ সময় ধনিরপুলের এক দোকানদারকে বিষয়টি জানালে তিনি ওই যুবককে আটক করেন।
পরে আরও কয়েকজন পথচারী এসে ওই যুবককে গণধোলাই দেন। কিছুক্ষণ পর ছাত্রীর মা ও দাদি এলে ওই যুবক তাদের কাছে পা ধরে ক্ষমা চেয়ে এ যাত্রায় পার পায়।
আজকের বাজার/একেএ