রাজধানীতে ছুরিকাঘাতে এইএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায় দোল উৎসবে ছুরিকাঘাতে মোহাম্মদ রনক নামের এক এইচএসসি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রনক বিডিআর পিলখানা এলাকার বাসিন্দা ক্ষুদে ব্যবসায়ী মোহাম্মদ শহিদ এবং মা হেনা বেগমের ছেলে। হেনা বেগম স্থানীয় মহিলা আওয়ামী লীগের একজন কর্মী। দুই ভাই-বোনের মধ্যে রনকই ছোট।

নিহতের মা জানান, সকাল নয়টায় কোচিং-এ যাওয়ার কথা বলে বন্ধুদের সাথে বের হয়েছিল রনক। কিন্তু সে চলে যায় পুরানো ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় এবং পূর্ব পরিচিত বন্ধুদের সাথে অংশ নেয় হলি খেলায়।

পরে দুপুরের দিকে বন্ধুদেরই একজন ফোন করে তাকে জানায় রনক ছুরিকাহত হয়েছে এবং অন্য বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আরএম/