রাজধানীর কুড়িল বিশ্বরোডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পিকআপভ্যানচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ জুন) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম কামরুল ইসলাম (২৬)। নিহত কামরুল ইসলাম শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার আব্দুর রহমানের ছেলে। তিনি ঢাকার লালবাগ এলাকার রহমতগঞ্জে থাকতেন।
কামরুলের স্বজনরা জানান, ভোরে কুড়িল বিশ্বরোডে চা খেতে নামেন কামরুল। এ সময় ছিনতাইকারীরা কামরুলকে ধরে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে কামরুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আজকের বাজার/একেএ