রাজধানীর বনশ্রীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম জাকির হোসেন (২০)।
জানা যায়, গুরুতর আহত অবস্থায় রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি ।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, রাত নয়টার দিকে দক্ষিণ বনশ্রীর ই ব্লকের রাস্তায় জাকিরকে ছুরিকাহত অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে আসেন এক নারী। জাকিরের বুকের ডান পাশে ছুরিকাঘাতের জখম রয়েছে।