রাজধানীর উত্তরায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন।
নিহতের নাম রূপচাঁন (৩৪)। নিহত রূপচাঁন পেশায় গাড়ি চালক। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়।
শনিবার (১৯ মে) দিবাগত রাতে উত্তরা ১০ নম্বর সেক্টর সংলগ্ন ঢাকা-আশুলিয়া মহাসড়কের স্লুইসগেট নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, রাত সাড়ে ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রূপচাঁনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা। কে বা কারা কেন তাকে ছুরিকাঘাত করেছে তা জানা যায়নি।
আজকের বাজার/একেএ