রাজধানীর সবুজবাগে চোরের ছুরিকাঘাতে রাহাত মিয়া (২৬) নামে এক যুককের মৃত্যু হয়েছে।
রোববার (১০জুন) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শনিবার (৯জুন) রাতে সবুজবাগ এলাকার মাদারটেকের নতুন রাস্তা এলাকায় চোরকে ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহত রাহাত সবুজবাগ মাদারটেক চৌরাস্তা এলাকার বাবুল মিয়ার ছেলে।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
থানার উপ-পরিদর্শক আরও জানান, ‘আহত রাহাত মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১০জুন) ভোরে রাহাত মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
আজকের বাজার/এসএম