রাজধানীর লালবাগে ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক যুবককে হত্যা করা হয়েছে। তাৎক্ষনিক নিহতের নাম পরিচয় জানা যায়নি। শনিবার রাত সোয়া ১১টার দিকে এই ঘটনা ঘটে।
লালবাগ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, লালবাগ কেল্লার প্রধান গেটের পাশে একটি সরু গলি থেকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, কে বা কারা তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে, বিষয়টি জানার জন্য চেষ্টা করা হচ্ছে। নিহতের পরনে ছিল কালো শার্ট ও কালো প্যান্ট।
আজকের বাজার/এমএইচ