রাজধানীতে নির্মাণাধীন ভবনের জমে থাকা পানিতে পড়ে সানি আহমেদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার ( ৪ জুলাই) রমনা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতিবেশী মোহাম্মদ হাবিব বলেন, ‘নিহত সানিদের বাসার বিপরীত দিকে একটি ভবন তৈরির কাজ চলছে। সেই নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে সানি পড়ে যায় বলে আমরা জানতে পেরেছি। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।
আরজেড/