রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত ইসলামী সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা রোববার দিবাগত রাতে রাজধানীর উত্তরার পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
ডিএমপি’র উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো-মহিবুল ইসলাম (২২), মোজাম্মেল হক ওরফে বিল্লাল (৩৪), দেলোয়ার হোসেন (৩৭) ও শামীম আহাম্মদ (২৭)। তাদের কাছ থেকে দুটি চাপাতি, ৯৬টি ডেটোনেটর, ১০টি ব্যাটারি ও বোমা তৈরির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
আজ সোমবার ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ডিএমপি’র সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী জানান, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র সক্রিয় সদস্য। তারা জেএমবিতে নতুন সদস্য সংগ্রহের কাজ চালিয়ে আসছিল। এছাড়া তারা নাশকতামূলক কর্মকান্ডের উদ্দেশ্যে বোমা তৈরির পরিকল্পনা করে। তাদের বিরুদ্ধে উত্তরার পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।