রাজধানীতে নব্য জেএমবি’র ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিটের এক অভিযানে তাদেরকে নিউমার্কেট থানা এলাকা থেকে আটক করা হয়।
১২ জুন সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
আজকের বাজার: এসএ/ এলকে ১২ জুন ২০১৭