রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে টিভি বিস্ফোরণের পর সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে মো. মুক্তার হোসেন নামে একজন মারা গেছেন। নিহত মো. মুক্তার হোসেন সিরাজগঞ্জ বেলকুচি এলাকার বাসিন্দা।
শনিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এই তথ্য জানান।
তিনি জানান, মুক্তারের শরীরের ৯৭ শতাংশ পুড়ে গিয়েছিল। একই ঘটনায় তার স্ত্রী সালমার ৯৫ শতাংশ দগ্ধ হয়েছেন।
গত বৃহস্পতিবার পশ্চিম আগারগাঁও বিএনপি বাজার এলাকার ২ নম্বর রোডের একটি বাসার নিচ তলায় টিভি বিস্ফোরণে মুক্তার হোসেন (৩৮) ও তার স্ত্রী সালমা (২৮) মারাত্মক দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
আজকের বাজার/এমএইচ