রাজধানীর শনির আখড়ায় ট্রাকচাপায় আবুল বাশার (৩০) ও হারুন-উর রশিদ (৫৫) নামে দুইজন নিহত হয়েছেন।
বুধবার, ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। চালকসহ ট্রাকটি আটক করেছে পুলিশ।
কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকালে শনির আখড়ার জিয়া স্মরণি রোডে এ দুর্ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে রায়েরবাগে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে ইট নামাচ্ছিলেন বাশার। এসময় পেছন থেকে আরেকটি ট্রাক এসে ইটবোঝাই ট্রাকটিকে ধাক্কা দিলে নিচে চাপা পড়ে যান শ্রমিক বাশার ও ইটের মালিক হারুন।
আজকের বাজার/এমএইচ