রাজধানীতে ট্রাকের ধাক্কায় ট্রাফিক কনস্টেবল নিহত

রাজধানীর মিরপুরে ট্রাকের ধাক্কায় আবদুল মজিদ (৩৫) নামের এক ট্রাফিক কনস্টেবল নিহত হয়েছেন।আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে মিরপুর টেকনিক্যাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ট্রাফিক সার্জেন্টের এসআই মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, সকালে টেকনিক্যাল মোড়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন আবদুল মজিদ। এ সময় সিগন্যাল অমান্য করে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।

তিনি জানান, তাৎক্ষণিক তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ঢমেক মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই।

আজকেরবাজার/এসকে