রাজধানীতে আজ সকালে বালুভর্তি একটি ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম মো. হামীম ওরফে আমিন ভূঁইয়া (৩৫)। সকাল ৮টার দিকে যাত্রাবাড়ী থানার মির্জাবাড়ি রাজমহল হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকালে আমিন ভূঁইয়া ডেমরা নতুন বাজারের বাসা থেকে উত্তরায় কর্মস্থলে আসছিলেন। পথে মির্জাবাড়ি রাজমহল হোটেলের সামনে একটি বালু ভর্তি ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় তিনি ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নিহতের মৃতদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের ফুফাতো ভাই সানি বাসসকে জানান, মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার সময় মাটিভর্তি একটি ট্রাকের ধাক্কায় মারা যায় হামীম ভূঁইয়া। তিনি উত্তরায় ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন। ট্রাকটি আটক করা হয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান