রাজধানীর বংশালে ট্রাকের নিচে ঘুমিয়ে থাকা চালকের সহকারী চাকার নিচে চাপা পড়ে নিহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে আরমানিটোলা এলাকায় ট্রাকের চালক গাড়ি টান দিলে এ ঘটনা ঘটে। তৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, চালক সকালে ট্রাকটি পার্কিং করে নাস্তা খেতে গেলে সহকারী এর নিচে ঘুমিয়ে পড়েন। পরে চালক ফিরে এসে নিচে না তাকিয়ে গাড়ি চালু করে সামনে টান দিলে সহকারী ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হয়ে মারা যান।
বংশাল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
আজকের বাজার/এমএইচ