রাজধানীতে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৬

রাজধানীর বংশালে ট্রান্সফরমার বিস্ফোরণে ছয় মাদ্রাসা শিক্ষার্থী দগ্ধ হয়েছে। দগ্ধরা মোহাম্মদিয়া ইসলামিয়া হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীরা।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে, বংশাল থানার আলুবাজার এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় শিক্ষার্থীদের ঢাকা মেডিকেলে নিয়ে আসেন মাদ্রাসার প্রধান শিক্ষক। বর্তমানে তারা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

আহতদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থশংকর পাল।

আজকের বাজার : আরএম/১০ ফেব্রুয়ারি ২০১৮