রাজধানীতে ট্রাফিক সপ্তাহের প্রথম দিনে ট্রাফিক আইন অমান্যের জন্য মোট ৩ হাজার ৬৫১টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৫ আগস্ট) দিনব্যাপী অভিযানে এসব মামলা দায়ের করা হয় বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এছাড়াও প্রাইভেটকার ও মোটরসাইকেল চালকদের লাইসেন্স না থাকায় মোট ১ হাজার ৪০ জনের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক বার্তায় জানায়, গাড়ির ফিটনেস না থাকার কারণে ২৪৪টি এবং ট্রাফিক আইন অমান্য করার কারণে ১৮০১ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রেজিস্ট্রেশন না থাকাসহ নানা অভিযোগে ৬৮টি মোটর সাইকেল আটক করা হয়েছে। এছাড়া গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ৩৮টি ভিডিও (ভিডিও ফুটেজের সূত্র ধরে) এবং ২১টি সরাসরি মামলা দেয়া হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন পয়েন্টে উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৪০৪টি, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১৩টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৬টি, মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য ১২টি ও বিভিন্ন স্টিকার (পুলিশ, সাংবাদিক, আইনজীবী) ব্যবহার করার অভিযোগে ৪টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এর আগে রোববার দুপুরে রাজধানীর গুলিস্তানে ৭ দিনব্যাপী ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ট্রাফিক সপ্তাহ চলবে ১১ আগস্ট পর্যন্ত।
আজকের বাজার/একেএ