রাজধানীতে ট্রেনের ধাক্কায় ১ জন নিহত

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন।

বুধবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) এএসআই মো. রবিউল্লাহ জানান, ওই ব্যক্তি হেঁটে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির পরনে ছিল জিন্স প্যান্ট ও নীল রঙের শার্ট। তার পরিচয় এখনও জানা যায়নি।পরিচয় সনাক্তারনে কাজ করছে পুলিশ

আজকের বাজার/আরজেড