রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৩ জুন) সকাল ৭টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রমনা থানার এসআই আমিনুল ইসলাম বলেন, মালিবাগ ও ওয়ারলেস রেলগেটের মধ্যবর্তী স্থানে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে আহত হলে স্থানীয় লোকজন তাকে রেললাইন থেকে রাস্তায় নিয়ে আসে। পরে পুলিশ সংবাদ পেয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।
সকাল সাড়ে ৮ দিকে দায়িত্বরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
আজকের বাজার/একেএ