রাজধানীর বনানী এলাকায় ট্রেনের চাকায় কাটা পড়ে এক সেনা সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে বনানীর রেল স্টেশন এলাকার রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় পড়ে গিয়ে চাকায় কাটা পড়েন তিনি।
নিহত আবদুর রাজ্জাক সেনাবাহিনীর কর্পোরেল ছিলেন।
কমলাপুর রেলওয়ে থানার ওসি ইয়াছিন ফারুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই এলাকায় লেভেল ক্রসিং পার হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় রেল লাইনে ছিটকে পড়েন আব্দুর রাজ্জাক। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আজকের বাজার/এমএইচ