রাজধানীর খিলগাঁওয়ের বাগিচা মসজিদসংলগ্ন রেললাইনে ট্রেনে কাটা পড়ে ১ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
ঢাকা রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয়ের ওই ব্যক্তি মারা যান। ঘটনাস্থল থেকে রেল পুলিশের সদস্যরা মরেদেহ উদ্ধার করেন।
তবে তিনি ট্রেন থেকে পড়ে গেছেন, নাকি রেললাইন পার হওয়ার সময় মারা গেছেন, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আজকের বাজার/একেএ